• ঢাকা বুধবার
    ১৭ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার দীক্ষা দেয়: জিএম কাদের

প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০৮:৫২ পিএম

ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য ও ভালোবাসার দীক্ষা দেয়: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু জিএম কাদের এমপি। 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি বিশ্বের সব প্রান্তে অবস্থানরত মুসলমানদের প্রতি অভিনন্দন জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেন তিনি।

ঈদুল আজহা উপলক্ষ্যে দেওয়া বাণীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, প্রতীকী পশু কুরবানির সঙ্গে অন্তরের পশুত্বকেও কুরবানি দিতে শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। 

ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছর ফিরে আসে ত্যাগ, ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি ভালোবাসার দীক্ষা দিতে। ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে সবার প্রতি উদাত্ত আহবান জানান। 

হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগ ও ইসলামের শাশ্বত শিক্ষায় সব ভেদাভেদ ভুলে মানুষের কল্যাণে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

 

বিএস/

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ