 
              প্রকাশিত: জুলাই ৩, ২০২৩, ০২:২১ এএম
 
                 
                            
              সুইডেনে পবিত্র আল কোরআন পোড়ানোর ঘটনায় আগামী শুক্রবার (৭ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রোববার (২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিবৃতিতে দলটির মহাসচিব ইউনুছ আহমাদ বলেন, সুইডেন চরম অসভ্য এবং গর্হিত কাজ করেছে। যার প্রতিবাদ ও নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা মূলত গোটা পৃথিবীর শান্তি বিনষ্ট করতে চায়। শান্তির পরিবর্তে অশান্তি সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, বিশ্বব্যাপী মুসলমানরা যখন পবিত্র ঈদুল আজহা নিয়ে ব্যস্ত, তখন মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীক কোরআনকে অপমান করা হয়েছে। পৃথিবীর কোটি কোটি মুসলমান তাদের মুসলিম রাষ্ট্রপ্রধানদের কাছে এই ধৃষ্টতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রত্যাশা করে। প্রয়োজনে মুসলিম বিশ্ব থেকে সুইডেনের দূতাবাস বন্ধ করে দিতে হবে। পাশাপাশি মুসলিম দেশগুলোকেও সুইডেন থেকে তাদের দূতাবাস সরিয়ে নিতে হবে।
বিএস/
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      