• ঢাকা সোমবার
    ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বরিশাল বিভাগে আর বিরোধী দল থাকবে না: শাহজাহান ওমর

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৩, ০৮:৩৭ এএম

বরিশাল বিভাগে আর বিরোধী দল থাকবে না: শাহজাহান ওমর

সিটি নিউজ ডেস্ক

আমি যখন আপনাদের দলে যোগ দিয়েছি, এ বরিশাল বিভাগে আর বিরোধী দল থাকবে না। এ আস্থা আমার উপরে প্রধানমন্ত্রীর আছে।

এ মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে (রাজাপুর-কাঁঠালিয়া) সদ্য বিএনপি থেকে আসা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। ঝালকাঠির রাজাপুরের কানুদাসকাঠি ইসলামি কমপ্লেক্স ময়দানে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শনিবার বেলা ২টায় এ সভার আয়োজন করে রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।

সভায় শাহজাহান ওমর বলেন, বাংলাদেশে আজ নানা ষড়যন্ত্র চলছে। কেউ বলে বেশি সংখ্যক লোক ভোট কেন্দ্রে আসবে না। কিছু দেশ বাংলাদেশের উপর মাতবরি করতে চায়। শেখ হাসিনাকে দাবিয়ে বিভিন্ন ব্যবসা-বানিজ্য সুবিধা নিয়ে চায়। শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের মেয়ে, তাকে দাবানো অত সোজা নয়। তার কাছ থেকে অযাচিত সুবিধা আদায় করা সম্ভব না। নির্বাচন হবে।

স্থানীয় এমপি বজলুল হক হারুনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আলম সরফরাজ, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জীব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদীউজ্জামান বদু সিকদার প্রমুখ।

আর্কাইভ