 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০৭:১২ পিএম
 
                 
                            
              ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। সোমবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের কথা জানিয়েছেন। অন্যদিকে মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দুজনের হাস্যোজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে।
এতে বলা হয়, ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি (পিটার হাস) আনন্দিত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে কথা বলে আসছে। গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সোচ্ছার যুক্তরাষ্ট্র।
 
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      