প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৪, ০৮:২৯ এএম
মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি। বুধবার (১ মে) বিকেল ৩টায় এ সমাবেশ করতে চায় তারা।
মঙ্গলবার (৩০ এপ্রিল) যৌথ সভা শেষে নয়াপল্টনর সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে অনুমতি চাওয়া হয়েছে।
তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করেই নয়াপল্টনে বিপুল জনসমাগমের আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে সরকার। বিএনপি নেতাদের কারাগারে পাঠানো আদালতের রুটিন ওয়ার্ক।