 
              প্রকাশিত: জুলাই ৩০, ২০২৪, ০১:৫৩ পিএম
 
                 
                            
              দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার চলমান লড়াইয়ে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে দেশের এই ক্রান্তিলগ্নে সবাইকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
একইসঙ্গে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশী-বিদেশী গণমাধ্যম, বিশ্বের মানবিক ও বিবেকবান মানুষ, দেশের সর্বস্তরের জনগণকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
তারা বলেন, বিশ্বাস করি খুনিদের কাছে খুনের তদন্ত ও গণহত্যার বিচার চাওয়ার কোনো যুক্তি থাকতে পারে না। ছাত্র সমাজের ন্যায্য দাবি ও অধিকারহারা জনগণের সব অধিকার কেবল জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলেই পাওয়া যাবে। গণতন্ত্র, সাম্য এবং সুস্থ বাংলাদেশের জন্য আমদের এই সংগ্রামের বিজয় অনিবার্য।
বিবৃতিতে এই দুই নেতা বলেন, চলমান কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক, ন্যায়, শান্তিপূর্ণ ও অরাজনৈতিক আন্দোলন। অবৈধ স্বৈরাচারী প্রধানমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য, সিদ্ধান্ত, নির্দেশ, ডামি সরকারের অবৈধ মন্ত্রীদের আরও বেআইনি কর্মকাণ্ড ও ইন্ধনে, তার পেটোয়া হেলমেট বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবিসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগ ও সর্বশেষে সেনাবাহিনী কর্তৃক সরাসরি নিরীহ নিরস্ত্র শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্রসমাজ ও জনগণের ওপর বর্বর নারকীয় সশস্ত্র হামলার মধ্য দিয়ে সারা দেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে।
তারা বলেন, রক্ত পিপাসু খুনি সরকার আন্দোলনরত শত শত কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে হত্যা করেই ক্ষান্ত হন নাই হাজারও শিক্ষার্থী – সাধারণ জনতা অন্ধ, পঙ্গু হয়ে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সাজানো মামলা দায়েরের মাধ্যমে মধ্যরাতে বিদ্যুৎ, ইন্টারনেট বন্ধ করে দিয়ে ব্লক রেইডের নামে সাধারণ ছাত্রসহ ভিন্নমতের জনসাধারণকে গণগ্রেফতার করে চলছে। ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শতশত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। আদালতে উঠানোর আগেই নির্যাতন করে তাদের পঙ্গু করা হচ্ছে এবং বিচার বিভাগকে দিয়ে রিমান্ডে নিয়ে গ্রেফতারকৃতদের ওপর নির্মম নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে।
যুবদলের এই দুই নেতা আরও বলেন, সমকালীন রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা, `বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সরকার প্রধানসহ আওয়ামী নেতারা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, কাল্পনিক কল্পকাহিনী রচনা এবং বিষোদ্গার এক ব্যক্তির অদম্য ক্রোধ, হিংসা এবং প্রতিহিংসা চরিতার্থের নেশায় উন্মাদনার বহি:প্রকাশ। জনগন বিশ্বাস করে ডামি আওয়ামী সরকার শত শত নিরীহ ছাত্রজনতা হত্যা-গুম, ঔদ্ধত্য, অসহিষ্ণুতা ও মহাদুর্নীতিকে পর্দার আড়ালে রাখতে এই পরিকল্পিত অপপ্রচার। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে নিয়ে সরকারের উদ্দেশ্যপ্রণোদিত সব চক্রান্তের তীব্র নিন্দা, ধিক্কার এবং প্রতিবাদ জানায়।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      