• ঢাকা রবিবার
    ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

বুকে ব্যথা নিয়ে ঢামেকের সিসিইউতে পলক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২৪, ১১:২৩ পিএম

বুকে ব্যথা নিয়ে ঢামেকের সিসিইউতে পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুকে ব্যথা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেলে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। 

তিনি গণমাধ্যমকে জানান, জুনায়েদ আহমেদ পলককে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় রিমান্ডে ছিলেন। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন তিনি। 

গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় পলককে গ্রেফতার করা হয়।  

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ