 
              প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৯:০৪ পিএম
 
                 
                            
              কোনো অপরাধীর জন্য সুপারিশ নিয়ে নেতাকর্মীরা যেন থানায় না যায়, এমনকি কোনো বিচারকের কাছে না যেতে তাদেরকে সতর্ক করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ সতর্কবার্তা দেন।
সারজিস আলম বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত যেন নিজেদের মধ্যে সুস্থ একটি প্রতিযোগিতা হয়। আমরা যেন কেউ কাউকে প্রতিপক্ষ মনে না করি।
তিনি আরো বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে, তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। খুনি হাসিনাকে দেখে যেন আমরা সেই শিক্ষা নিতে পারি। তার বিচার যেন আমরা ঐক্যবদ্ধভাবে করি।
এনসিপির এ মুখ্য সংগঠক বলেন, ৫ আগস্ট খুনি শেখ হাসিনা পালানোর পরে যে স্বপ্ন দেখেছিলাম, সেটা পূরণ করতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পক্ষে-বিপক্ষে যুক্তি তর্ক থাকবে। কিন্তু দিনশেষে দেশের জন্য যেটা মঙ্গলকর, সেটাতে যেন ঐক্যবদ্ধ হতে পারি। সব দলগুলোর মধ্যে পারস্পরিক সম্মান যদি থাকে থাকে, তাহলে অপ্রতিরোধ্য বাংলাদেশ গড়ে উঠবে।
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      