• ঢাকা রবিবার
    ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

নতুন সংবিধান গ্রহণ করবো না, তবে জুলাই সনদের নিশ্চয়তা দেয়া হবে: মির্জা ফখরুল

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১০:৩৬ এএম

নতুন সংবিধান গ্রহণ করবো না, তবে জুলাই সনদের নিশ্চয়তা দেয়া হবে: মির্জা ফখরুল

সিটি নিউজ ডেস্ক

রাজনীতির মাঠে নানামুখী উত্তাপ বিরাজমান। জুলাই সনদের আইনি ভিত্তি বা সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে বাহাস চলছে। তাছাড়া, ভোটের আগে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মতো ইস্যুও রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন, ঐকমত্য না হওয়া বিষয়গুলোর ভাগ্য পরবর্তী সংসদে নির্ধারণ করা হবে।

তিনি বলেন, যেকোনো কিছু করলে হলে আগে সংসদে যেতে হবে। সংসদ ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না।

এদিকে, গণপরিষদ কিংবা নতুন সংবিধান নিয়েও বিএনপির অবস্থান পরিস্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিদ্যমান সংবিধান অনুযায়ীই সবকিছু হবে। প্রয়োজনে সংবিধানের ভুলত্রুটি সংশোধন হতে পারে।

বিএনপির মহাসচিব আরও বলেন, নতুন সংবিধান আমরা গ্রহণ করবো না। কারণ বর্তমান সংবিধানের সঙ্গে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম জড়িয়ে রয়েছে। সংবিধানের ভুলত্রুটি সংশোধন করা যাবে। অনেকে নতুন সংবিধান লেখার দাবি তুলছেন। কিন্তু তারা এটি কেন করছে আমি বুঝি না।

অপরদিকে, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বা এনসিপির সমমনা বক্তব্যেও আগামী নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই প্রসঙ্গে তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। দলগুলো বিভিন্ন কথা বললেও নির্বাচন বিলম্বিত হলে গণতান্ত্রিক উত্তরণ দেরী হবে এটা সবাই উপলব্ধি করে।

সংস্কার বিএনপির সন্তান উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও আওয়ামী লীগ সরকারের নিপীড়ন-নির্যাতনের সবচেয়ে বড় শিকার বিএনপি। তাই সংস্কার ও গণহত্যার বিচার নিয়ে আমাদের আপস করার সুযোগ নেই।

মির্জা ফখরুল আরও বলেন, সংস্কারের নিশ্চয়তা দিতে আমরা একমত হয়েছি। এটিকে ইস্যু করা উচিত নয়। ঐকমত্য হওয়া সংস্কার প্রস্তাবগুলো এখনই বাস্তবায়ন হোক। আর একমত না হওয়া বিষয়গুলো সংসদের হাতে দেয়া হোক।

রাজনৈতিক কৌশল থেকে দলগুলো যে বক্তব্যই দিক না কেন, সকলেই নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনী ক্যাম্পেইন সবার আগে জামায়াত শুরু করেছে। অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় ভোটে সকল দল অংশ নেবে।

আর্কাইভ