• ঢাকা সোমবার
    ১৭ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শাসক নয়, সেবক হয়ে উঠার রাজনীতি করুন: শিশির মনির

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৫৮ পিএম

শাসক নয়, সেবক হয়ে উঠার রাজনীতি করুন: শিশির মনির

সিটি নিউজ ডেস্ক

জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, আজকের এই রায়ে সকলের জন্যই শিক্ষা আছে। শাসক নয়। সেবক হয়ে উঠার রাজনীতি করুন।

সোমবার বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান তিনি।

এর আগে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর অপর আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।

আর্কাইভ