• ঢাকা শনিবার
    ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আমরা প্রস্তুত, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়: ডা. জাহিদ

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৩৩ পিএম

আমরা প্রস্তুত, চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায়: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছাতে প্রায় ১৭-১৮ ঘণ্টার সময় প্রয়োজন। তার জন্য যে ধরনের শারীরিক কন্ডিশন থাকা দরকার সেটি থাকলে তাকে বিদেশে নেওয়া হবে।

তিনি আরও বলেন, গতকাল কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে পারেনি। একই সঙ্গে ওই সময় মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার জার্নি করার মতো শারীরিক কন্ডিশনও ছিল না। এ কারণে উনার বিদেশ যাওয়ার বিষয়টি বিলম্ব হচ্ছে। ভবিষ্যতে উনার শারীরিক কন্ডিশনের ওপরে নির্ভর করবে কখন উনাকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে।

ডা. জাহিদ বলেন, বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসাটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের এবং দেশের বাইরের যেসব চিকিৎসকরা তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন তারা তার শারীরিক কন্ডিশনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি চিকিৎসকদের মতামতকে বেশি গুরুত্ব দিচ্ছেন।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ