• ঢাকা বুধবার
    ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

বিএনপিতে রেদোয়ান, একই পথে ববি হাজ্জাজ ও ফরহাদ; যেসব আসনে সমঝোতা

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:৪৭ পিএম

বিএনপিতে রেদোয়ান, একই পথে ববি হাজ্জাজ ও ফরহাদ; যেসব আসনে সমঝোতা

সিটি নিউজ ডেস্ক

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ ফিরেছেন বিএনপিতে; আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন তিনি। বিএনপি ছেড়ে এলডিপি প্রতিষ্ঠায় ভূমিকা ছিল তার। দীর্ঘ সময় পর আবার ফিরলেন বিএনপিতে।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হজ্জাজ-ও ধানের শীষ নিয়ে দাঁড়াচ্ছেন ঢাকা-১৩ আসন থেকে। তার মানে তিনিও তার দল এনডিএম বিলুপ্ত করতে যাচ্ছেন। যদিও এখনও ঘোষণা আসেনি।

ববি হাজ্জাজের পথ অবলম্বন করছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনিও বিএনপিতে যোগ দিয়ে নড়াইল-২ আসন থেকে নির্বাচন করবেন।

আজ বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তিন নেতার বিএনপিতে যোগ দেয়ার তথ্য জানান।

এর আগে, দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। একই পথে হাঁটেন যুগপৎ আন্দোলনের শরিক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা-ও।

এবার আরও দুইটি দল বিলুপ্তির কথা জানা যাচ্ছে। আর তাদের নেতারা বিএনপিতে যাচ্ছেন।

এদিকে, যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর অন্তত ৮টি আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে বিএনপির। 

এর মধ্যে পিরোজপুর-১ আসনে মোস্তফা জামাল হায়দার (জাতীয় পার্টি-জাফর), যশোর-৫-এ মুফতি রশীদ বিন ওয়াক্কাস (ইসলামী ঐক্য জোট), বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাইফুল হককে ঢাকা-১২ আসনে, বগুড়া-২-এ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের নুরুল হক নুর ও রাশেদ খান যথাক্রমে পটুয়াখালী-৩ ও ঝিনাইদহ-৪ আসনে, ব্রাক্ষণবাড়িয়া-৬-এ জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) এবং ঢাকা-১৭ আসনে বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

এর বাইরে, যুগপৎ আন্দোলনের সঙ্গী এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমদ বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে যাচ্ছেন না। তিনি নিজ দলের প্রতীকে সমঝোতা ছাড়া ভোটে লড়তে চান। তবে, তার সঙ্গে একমত নন এলডিপির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। আর দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দিলেন।

এছাড়া, জমিয়তে উলামায়ে বাংলাদেশের সঙ্গে চারটি আসনে সমঝোতা হওয়ার কথা গতকাল মঙ্গলবার জানায় বিএনপি। আসনগুলো হচ্ছে সিলেট-৫ (উবায়দুল্লাহ ফারুক), নীলফামারী-১ (মঞ্জুরুল ইসলাম আফেন্দী), ব্রাহ্মণবাড়িয়া-২ (জুনায়েদ আল হাবিব) ও নারায়ণগঞ্জ-৪ (মনির হোসেন কাসেমী)।

আর্কাইভ