• ঢাকা সোমবার
    ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২

একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: মির্জা ফখরুল

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১১:১৪ পিএম

একটি রাজনৈতিক দল বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করে আনছে: মির্জা ফখরুল

সিটি নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা মহানগর এলাকার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করেছে।

আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মোট কত সংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে ঢাকা মহানগরীর কোন কোন সংসদীয় নির্বাচনী এলাকায় কী কারণে স্থানান্তর হয়েছেন—সেই ভোটারদের বিস্তারিত বিবরণ জরুরি ভিত্তিতে আমাদের সরবরাহ করার জন্য আমরা অনুরোধ করেছি।

তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর, এনআইডির কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ এবং ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আমরা আহ্বান জানিয়েছি।

এর আগে, ৩ দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। এরপরই নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে কমিশন ভবনে ঢোকেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ঘেরাও কর্মসূচির আজ এখানে সমাপ্তি। কাল থেকে আবার শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো। স্পষ্ট করে বলে দিতে চাই, আর কোনো মব চলবে না।

আর ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, বিভিন্ন ইস্যুতে কয়েকটি দল মব তৈরি করে ইসির সিদ্ধান্ত পরিবর্তন করে দিচ্ছে। জামায়াত-এনসিপি মব তৈরি করলেও ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে।

আর্কাইভ