• ঢাকা রবিবার
    ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ১০:১৭ পিএম

নির্বাচনকে ঘিরে আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে: নাহিদ ইসলাম

সিটি নিউজ ডেস্ক

আধিপত্যবাদী শক্তি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চক্রান্ত করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে কেরানীগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে এমন অভিযোগ করেন তিনি।

এনসিপির এই আহ্বায়ক বলেন, আমরা খুবই স্পষ্টভাবে দেশের মানুষের কাছে বলছি- এবারের নির্বাচনি হিসাবটা খুব পরিষ্কার। বাংলাদেশ কোন পথে যাবে, আধিপত্যবাদী শক্তি দেশে কী আবারও কাজ করবে, নাকি বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে, এটার লড়াই হলো এবারের নির্বাচন। এই নির্বাচনে ঠিক করতে হবে দেশের সীমান্তে কী আরও হত্যাকাণ্ড চলবে, আমার বোন ফেলানির মতো কী আমরা আরও লাশ দেখব? এবারের নির্বাচনে ঠিক করতে হবে আমার ভাই আবরার ফাহাদের মতো কী আরও শহিদ হবে কিনা।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নির্বাচন। এই নির্বাচনকে ঘিরেও আধিপত্যবাদী শক্তি ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমি তাই আপনাদের উদ্দেশ্যে শেষ কথা বলে যেতে চাই, দেশের মানুষের কাছে শেষ কথা বলে যেতে চাই- ৫ আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, বাংলার নারীরা, আলেম সমাজ, সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, গণতন্ত্র, সার্বভৌমত্ব নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করেই তারপর আমরা ঘরে ফিরবো, ইনশাআল্লাহ।

ঢাকার আসনগুলোয় ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকা জেলায় ১১ দলীয় জোটের পক্ষ থেকে ৫ জন প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। যারা নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে, ইনসাফের পক্ষে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং জনগণের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। ঢাকার এই ৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার মো. নজরুল ইসলাম (ঢাকা-১), অবসরপ্রাপ্ত কর্নেল মো. আব্দুল হক (ঢাকা-২), অধ্যক্ষ মো. শাহিনুর রহমান (ঢাকা-৩), দিলশানা পারুল (ঢাকা-১৯), ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিম (ঢাকা-২০)।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা জেলায় পাঁচজন মেধাবী-যোগ্য প্রার্থী আমরা পেয়েছি, যারা ১১ দলীয় জোটের পক্ষ থেকে ইনসাফের পক্ষে, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ঢাকা-১৯ ও ২০ আসনে ১১ দলীয় জোটের দুইজন সম্মানিত নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সময় ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ