প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ১০:১৯ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আধিপত্যবাদের ছায়াও বাংলাদেশে রাখা হবে না। অতীতে অনেকে অনেক নাক গলিয়েছেন, আর গলাবেন না।”
আধিপত্যবাদের ছায়াও বাংলাদেশে রাখা হবে না, অনেকে নাক গলিয়েছেন আর না
শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করা সকল মজলুমের পক্ষ হয়ে তিনি জনগণের সামনে দাঁড়িয়েছেন। এবারের নির্বাচনে জনগণকে ‘ফ্যাসিবাদের মূল কেটে দিতে’ হবে।
তিনি আরও বলেন, সাড়ে তিন কোটি সদস্যের সংগঠন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজ, মামলাবাজ বা দুর্নীতিবাজ হওয়ার কোনো উদাহরণ নেই। বরং তাদের পাশে থাকা একটি পক্ষ দেশব্যাপী বিনা কারণে মামলাবাজি ও হয়রানি করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তার ভাষায়, “আমাদের যারা সর্বনাশ করেছে, তাদের কারো ওপর আমরা প্রতিশোধ নিইনি।”
সরকার গঠনের সুযোগ পেলে চাঁদাবাজি ও দুর্নীতিবাজির চক্র বন্ধ করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। আসন্ন নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী না হলে দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানান, যাতে অন্য কেউ আচরণবিধি ভঙ্গ করতে না পারে।