• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

শরীয়তপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২, ০৯:০৮ পিএম

শরীয়তপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শরীয়তপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে বুধবার বিকেল থেকে জেলার প্রতিটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে সমবেত হন। এ ছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, তিউনিসিয়া ও ভারত থেকে এসেছে কয়েকটি জামাত।


সদর উপজেলার পালং ইউনিয়নের কানার বাজার এলাকায় ৮ একর জায়গায় এই ইজতেমার আয়োজন করা হয়েছে। উপজেলা ও ইউনিয়নভিত্তিক আলাদা আলাদা খিত্তা তৈরি করে দেয়া হয়েছে মুসল্লিদের জন্য। নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

আগামী শনিবার (২৪ ডিসেম্বর) জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের জেলা আমির মাওলানা মিজানুর রহমান।
 

সজিব/এএল

আর্কাইভ