• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

জামালদের জন্য গলা ফাটাবেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১, ০৭:০৩ পিএম

জামালদের জন্য গলা ফাটাবেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচে সোমবার (৪ অক্টোবর) শক্তিশালী ভারতের মুখোমুখি হবে অস্কার ব্রুজোনের শিষ্যরা। জামাল ভূঁইয়াদের খেলা দেখতে ছুটি নিয়েছেন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিরা।

মালদ্বীপ প্রবাসী কুমিল্লার ছেলে আব্দুর রহমান। কাজ করেন মালের একটি দোকানে। সোমবার জামালদের খেলার দিন থাকবে ডিউটি। এজন্য আগেভাগে ছুটি নিয়েছেন- ‘বাংলাদেশের খেলা মালেতে সব সময় দেখতে পারব না। এজন্য ছুটি নিয়েছি। অন্য ছুটির দিন কাজ করে পুষিয়ে দেব।সুনামগঞ্জের মধ্যবয়সী সেলিম অবশ্য পুরো দিন নয় বিকেলের দুই ঘন্টা কোনো রকম ম্যানেজ করবেন- ‘আসর থেকে মাগরিব পর্যন্ত একটু বিশ্রাম চেয়েছি। ওই সময়টা বাংলাদেশের খেলা দেখতে আসব।

ভারতের বিপক্ষে ম্যাচ হওয়ায় বাড়তি উদ্দীপনা বাংলাদেশি প্রবাসীদের মধ্যে। স্টেডিয়ামে টিকিট কিনতে আসা প্রবাসীদের বক্তব্য, ‘বাংলাদেশ ফুটবল দলের খেলা দেখার চেষ্টা করি। ভারতের বিপক্ষে ম্যাচ মিস করা যায় না। ভারতের বিরুদ্ধে খেলা সব সময়ই বাড়তি উদ্দীপনার।

কর্মজীবী প্রবাসীদের মধ্যে খেলার গভীরতাও অনেক। আব্দুর রহমান বাংলাদেশ দলের দুর্বলতাও ধরে ফেলেছেন প্রথম ম্যাচ দেখে, ‘আমাদের দলের মূল সমস্যা স্কোরিং। গোলের সুযোগ তৈরি করলেও ফিনিশিং ঠিক হচ্ছে না।এরপরও তাদের স্বপ্ন, ‘দোয়া করি বাংলাদেশ এখান থেকে কাপ নিয়ে যাক। আমরা সব সময় সমর্থন দিয়ে যাচ্ছি।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ-ভারত ম্যাচটি দুই দলের জন্য নিরপেক্ষ ভেন্যুতে। মালেতে অনেক বাংলাদেশি থাকায় স্টেডিয়ামে বাংলাদেশি প্রবাসীর সংখ্যা থাকবে বেশি। গ্যালারিতে বাংলাদেশীদের সমর্থন ভারতের চেয়ে বাংলাদেশকে একটু এগিয়ে রাখবে কিনা এই প্রশ্নের উত্তরে ভারতীয় কোচ ইগর স্টিমাচ বলেন, ‘আমি তো অনেক ভারতীয়ও দেখেছি। আমাদের হোটেল ও অনুশীলনেও অনেকে এসেছে। দলকে সমর্থন জানাতে আসুক সবাই।

জেডআই/এম. জামান

আর্কাইভ