• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

বিশ্বকাপের ব্যর্থতায় মিরপুরের উইকেট নিয়ে যা বললেন মাশরাফি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০২:৫৪ এএম

বিশ্বকাপের ব্যর্থতায় মিরপুরের উইকেট নিয়ে যা বললেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। সুপার টুয়েলভে টানা চার ম্যাচে হেরে সবার আগেই বিদায়ের ঘণ্টা গলায় পরেছেন মাহমুদউল্লাহ। পঞ্চম ম্যাচে আরও লজ্জায় ডুবিয়েছে ব্যাটাররা। অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে। তার থেকে বড় কথা মাত্র ৭৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। আরও বড় লজ্জা এসেছে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে। মাত্র ৬.২ ওভারে তারা এ রান টপকে যায়।

এদিকে এমন ব্যর্থতার জন্য কি বিশ্বকাপের আগে খেলা মিরপুরের মন্থর গতির উইকেট দায়ী? জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এ বিষয়ে বলেছেন-

‘দেখুন ওই দুই সিরিজের আগে আমরা জিম্বাবুয়েতেও খেলেছি। সেখানকার উইকেট কিন্তু প্রস্তুতির জন্য ভালো ছিল। কিন্তু হোম সিরিজগুলোতে আমরা জানতাম উইকেটে টার্ন থাকবে। খেলার মতো উইকেট ছিল না সেটি। মিরপুরের উইকেট এমনই মন্থর, সঙ্গে বল টার্ন করেছে।’

মাশরাফি আরও বলেন, এটা সত্যি যে, ওই দুটি সিরিজ (নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। আমরা টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের  ছয়ে এসেছিলাম। বিশ্বকাপে প্রথম পর্বে না হলেও সুপার টুয়েলভে আমরা ম্যাচ জয়ের সুযোগ পেয়েছিলাম। শ্রীলংকার মতো দুর্বল দলকে আমরা পেয়েছিলাম। সে ম্যাচে ব্যাটিংও ভালো করেছিলাম। কিন্তু বোলিংয়ে আমরা ১৭১ রানের আগে ওদের আটকাতে পারিনি। এর পরই চাপটা চলে এলো। দলের এবং ব্যক্তিগতভাবে কোনো কোনো খেলোয়াড়কেও সমালোচনার তোপে পড়তে হয়েছে। এমনকি ক্রিকেট বোর্ড থেকেও তাদের সমালোচনা করা হয়েছে। খেলোয়াড়রা সেটি থেকে আর বের হতে পারেনি।’

 

শামীম

আর্কাইভ