• ঢাকা বুধবার
    ০৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

সিরিজ সেরা মুশফিকুর রহিম

প্রকাশিত: মে ২৯, ২০২১, ০১:২৪ এএম

সিরিজ সেরা মুশফিকুর রহিম

ক্রীড়া ডেস্ক

শেষ হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ ম্যাচে হারলেও প্রথম দুই ম্যাচ জয়ের সুবাদে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে। বাংলাদেশের মুশফিকুর রহিম হয়েছেন সিরিজ সেরা।

তিন ম্যাচের সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের রয়েছেন দুইজন। মুশফিকুর রহিমের পাশাপাশি সেরা পাঁচে স্থান করে নিয়েছেন মাহমুদুল্লাহ। বাকি তিনজন সফরকারী শ্রীলঙ্কার। তারা হলেন কুশল পেরেরা, হাসারাঙ্গা ডি সিলভা ও দানুস্কা গুনাথিলাকা।

তিন ম্যাচ খেলে মুশফিকুর রহিম ২৩৭ রান করেছেন। একটি সেঞ্চুরি (১২৫) ও একটি হাফ সেঞ্চুরি (৮৪) করেছেন তিনি। মুশফিকুর রহিম ছাড়া আর কোনো ব্যাটসম্যান মোট রানকে দুইশতে নিতে পারেননি।

দ্বিতীয় স্থানে থাকা পেরেরার রান ১৬৪। একটা সেঞ্চুরি (১২০) আছে তার নামের পাশে। এছাড়া তৃতীয় স্থানে থাকা মাহমুদুল্লাহ ১৪৮, ডি সিলভা ৯৮ ও গুনাথিলাক ৮৪ রান করেছেন।

বোলিংয়ে সেরা হয়েছেন শ্রীলঙ্কার চামিরা। ৯ উইকেট শিকার তার। প্রথম দুই ম্যাচে চার উইকেট নেওয়া চামিরা শেষ ম্যাচে শিকার করেছেন পাঁচ উইকেট।  বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৭ উইকেট নিয়ে আছেন দ্বিতীয় স্থানে।

৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার সান্দাকান ও বাংলাদেশের তাসকিন আহমেদ ৪টি করে উইকেট পেয়েছেন। সিরিজে একজনই ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন। তিনি চামিরা, ১৬ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

শামীম /২৮ মে/
আর্কাইভ