• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

উয়েফা থেকে ৩৮ সিটের বাস পাচ্ছে বাফুফে

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ১০:৪৬ পিএম

উয়েফা থেকে ৩৮ সিটের বাস পাচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

আর্থিকভাবে স্বচ্ছল নয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি টুর্নামেন্ট আয়োজন করতে গেলে স্পন্সর খুঁজতে হয় দেশের ফুটবলের এ অভিভাবক সংস্থাকে। জাতীয় দলের খেলোয়াড়দের জন্য নেই কোনও নিজস্ব পরিবহন। অবশেষে সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে। বাফুফে-কে  একটি বাস উপহার দিতে যাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)।

খেলোয়াড়দের যাতায়াতের সুবিধার্থে উয়েফা থেকে একটি বাস উপহার পাচ্ছে বাফুফে। ৩৮ আসন বিশিষ্ট এই বাসটি পাচ্ছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

 তিনি বলেন, 'এএফসির মাধ্যমে আবেদন করে আমরা উয়েফাকে বোঝাতে সক্ষম হয়েছি যে ভালোভাবে খেলা সম্প্রচারের জন্য কিছু উন্নতমানের ক্যামেরা ও সরাঞ্জামাদি প্রয়োজন। তারা সেগুলো দিয়েছে। এখন আমরা একটি বাস পাচ্ছি।

বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নারী ফুটবল দল বাফুফে থেকে কমলাপুর স্টেডিয়ামে গিয়ে অনুশীলন করে। আবার কমলাপুরে এলিট একাডেমির ফুটবলাররা জিম করতে বাফুফে ভবনে আসে। এ জন্য ট্রান্সপোর্টের কথা বলেছিলাম। এ জন্য উয়েফা আমাদের একটি বাস উপহার দিয়েছে। এই বাসটি আমাদের খেলোয়াড়দের বহন করতে কাজে লাগবে।'

জেডআই/

আর্কাইভ