• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বের সব লিগে নিষিদ্ধ রাশিয়ান ক্লাব

প্রকাশিত: মে ৪, ২০২২, ০৫:২৫ পিএম

বিশ্বের সব লিগে নিষিদ্ধ রাশিয়ান ক্লাব

ক্রীড়া ডেস্ক

ইউক্রেনের ওপর সশস্ত্র আগ্রাসন থেকে সরে না আসায় ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ পুতিনের দেশকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হলো। এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আবারও রাশিয়াকে ‘নিষিদ্ধ’ করলো। 

এর আগে রাশিয়াকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও উয়েফা। তার আগে ফিফা রাশিয়াকে পতাকা, জাতীয় সঙ্গীত ও হোম ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করলেও এবার পুরোপুরি ফুটবল থেকে নিষিদ্ধ করলো। এর ফলে এই বছর কাতার বিশ্বকাপে খেলা হবে না রাশিয়ার। পাশাপাশি উয়েফার তরফেও জানানো হয়েছে, রাশিয়ার কোনো ক্লাবও আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। 

এক বিবৃতিতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) জানায়, এ বছর মেয়েদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবে না রাশিয়া। আগামী মৌসুমে উয়েফা আয়োজিত কোনো টুর্নামেন্টেও অংশ নিতে পারবে না রাশিয়ার ক্লাব। 

শুধু তাই নয়; ছেলেদের ২০২৮ ও ২০৩২ ইউরোর আয়োজক ওয়ার প্রতিদ্বন্দ্বিতাও রাশিয়া করতে পারবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে উয়েফা।

এ অর্থে এখন  এ দুটি টুর্নামেন্ট আয়োজন করার প্রতিদ্বন্দ্বিতা চলবে ব্রিটেন, আয়ারল্যান্ড ও তুরস্কের মধ্যে।

উয়েফার টুর্নামেন্ট থেকে রাশিয়ান ক্লাবগুলোকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত মানে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও ইউরোপা কনফারেন্স লিগে রাশিয়ার কোনো দলকে দেখা যাবে না। 

যে কারণে রাশিয়ার লিগ চ্যাম্পিয়ন জেনিত সেন্ট পিটার্সবার্গ ২০০২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে না। তাদের জায়গায় স্কটিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল খেলবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বসূচক এই টুর্নামেন্টে।

মেয়েদের ইউরো অনুষ্ঠিত হবে জুলাইয়ে ইংল্যান্ডে। রাশিয়ার জায়গায় এ টুর্নামেন্টে খেলবে পর্তুগাল। রাশিয়ার মেয়েদের জাতীয় দল ২০২৩ বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বেও আর অংশ নিতে পারবে না। ছেলেদের জাতীয় দল ২০২২-২৩ নেশনস লিগ থেকেও নিষিদ্ধ হলো।

জেডআই/এএল
আর্কাইভ