• ঢাকা বৃহস্পতিবার
    ০৬ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

যে কারণে দেশে ফিরে গেলেন লঙ্কান ক্রিকেটার

প্রকাশিত: মে ২৪, ২০২২, ০১:৫৭ পিএম

যে কারণে দেশে ফিরে গেলেন লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

দুই টেস্টের সিরিজ এখনও শেষ হয়নি। দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। এমন অবস্থায় দেশে ফেরৎ পাঠানো হলো লঙ্কান উইকেটরক্ষক কামিল মিশারাকে।

জানা গেছে, টিম হোটেলে শৃঙ্খলা ভঙ্গের কারণে এ উইকেটরক্ষক ব্যাটারকে দেশে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর ১টার দিকে ঢাকা ছেড়েছেন কামিল মিশারা।

শ্রীলঙ্কা দলের অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি। দুই টেস্টের সিরিজে লঙ্কানদের হয়ে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন নিরোশান ডিকভেলা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় ব্যাকআপ উইকেটরক্ষক মিশারাকে দেশে ফেরত পাঠিয়েছে লঙ্কান দল।

এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। তিনি এখন শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফরে আছেন। তাকে দ্রুততার সঙ্গে দেশে  ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

জেডআই/এএল

আর্কাইভ