• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

যার যার ক্লাবে চলে গেলেন জামাল-জিতুরা

প্রকাশিত: জুন ১৬, ২০২২, ১০:০৪ পিএম

যার যার ক্লাবে চলে গেলেন জামাল-জিতুরা

ক্রীড়া প্রতিবেদক

হতাশার এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্ব মিশন শেষে দেশে ফিরে আসলেন জামাল ভূঁইয়ারা। শেষ ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল।

এ দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই যার যার ক্লাবের উদ্দেশে রওয়ানা দিয়েছেন খেলোয়াড়রা। তবে আজ অনুশীলনে যোগ দেবেন না তারা। ভ্রমণ ক্লান্তি দুর করে শুক্রবার থেকে যার যার ক্লাবে অনুশীলন শুরু করবেন ফুটবলাররা।

এএফসি কাপে বসুন্ধরা কিংসের অংশগ্রহণ ও জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের কারণে ৩৭ দিনের বিরতি ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে। ২০ জুন ফের মাঠে গড়ানোর কথা ঘরোয়া সর্বোচ্চ লিগের। রেফারিদের বিদ্রোহ খানিকটা অনিশ্চয়তা তৈরি করেছে লিগ পুনরায় শুরু নিয়ে। এই তিন দিনে রেফারি বিষয় বাফুফে কিভাবে সমাধান করে সেটাই দেখার বিষয়।

এর আগে ১ জুন ইন্দোনেশিয়ায় স্বাগতিকদের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এবং ৮ জুন থেকে মালয়েশিয়ায় এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে অংশ নেয় বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ গোলশূন্য ড্র করলেও কুয়ালালামপুরে বাছাইয়ের তিনটি ম্যাচে হেরে যায় বাংলাদেশ।

জেডআই/এএল

আর্কাইভ