• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্ট র‌্যাংকিংয়ে সাকিবের অবনতি

প্রকাশিত: জুন ২৯, ২০২২, ১১:৪৭ পিএম

টেস্ট র‌্যাংকিংয়ে সাকিবের অবনতি

ক্রীড়া প্রতিবেদক

তৃতীয় দফায় টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়ে ব্যাট হাতে জ্বলে উঠেন সাকিব আল হাসান। তবে দল জেতেনি। সিরিজের দ্বিতীয় ও টেস্টে দলের পরাজয়ের পাশাপাশি ব্যাটে-বলে ব্যর্থ এ অলরাউন্ডার। তার প্রভাবও পড়েছে র‌্যাংকিংয়ে।

আইসিসির টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ে দুই থেকে তিনে নেমে গেছেন সাকিব। রবিন্দ্র জাদেজা শীর্ষে আছেন। দুইয়ে উঠেছেন রবিশচন্দন অশ্বিন। প্রথম দুজনের চেয়ে পয়েন্টের ব্যবধানও বেশ বেড়ে গেছে।

টেস্ট না খেলেও ব্যাটিং র‌্যাংকিংয়ে এক ধাপ নেমেছেন মুশফিকুর রহিম (১৮)। লিটন দাস আছেন ১৩তেই। ব্যাটিং র‌্যাংকিংয়ে তামিম এক ধাপ (৩৮) ও সাকিব পিছিয়েছেন ছয়ধাপ (৩৯)।

তবে নুরুল হাসান সোহান ও নাজমুল শান্ত এক ইনিংসে একটু ভালো খেলেই ব্যাটিং র‌্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন। সোহান ১৪ ধাপ এগিয়ে ৮৪তে উঠেছেন। শান্ত ১১ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠেছেন।

জেডআই/এএল

আর্কাইভ