• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর অনিশ্চিত!

প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৪:৫৪ পিএম

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর অনিশ্চিত!

ক্রীড়া ডেস্ক

একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দীর্ঘ আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাওয়ার তোড়জোড় শুরু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মাঝেই দুঃসংবাদ দিলো ক্রিকেট জিম্বাবুয়ে। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপের কারণে খেলাধুলা স্থগিত ঘোষণা করেছে দেশটির সরকার। ফলে সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জিম্বাবুয়ে সফরে স্বাগতিকদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ২৯ জুন দেশ ছাড়ার কথা বাংলাদেশের। করোনাকাল হওয়ায় এই সফরে বাংলাদেশকে কয়দিন কোয়ারেন্টিন করতে হবে, তা নিয়ে আলোচনা চলছে। এর মাঝে খবর এলো করোনায় লকডাউনের কারণে জিম্বাবুয়েতে সব ধরনের স্পোর্টস ইভেন্ট স্থগিত করেছে দেশটির সরকার। সোমবার (১৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট জিম্বাবুয়ে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই অনুরোধ করা হলেও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আমাদের সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সবার আগে। সামনের সিরিজ আয়োজনের ব্যাপারেও আত্মবিশ্বাসের কথা জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনা মহামারির মাঝে জৈব সুরক্ষা বলয়ে দর্শকশূন্য মাঠে ক্রিকেট পুনরায় চালু করার ব্যাপারে আমাদের সামর্থ্য অভিজ্ঞতা আছে। সংশ্লিষ্ট সবার করানো পরীক্ষা এবং নিরাপদ বলয়ে থেকে আন্তর্জাতিক ঘরোয়া ক্রিকেট আয়োজন করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।  

সূচি অনুযায়ী, বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে জুলাই। এর আগে জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬, ১৮ ২০ জুলাই অনুষ্ঠিত হবে তিন ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে হারারেতে। এই ভেন্যুতেই ২৩, ২৫ ২৭ জুলাই তিনটি টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। 

জেডআই/এম. জামান

আর্কাইভ