• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

লক্ষ্য পূরণ করেই দেশে ফিরলেন ফুটবলাররা

প্রকাশিত: জুন ১৭, ২০২১, ০১:৪০ পিএম

লক্ষ্য পূরণ করেই দেশে ফিরলেন ফুটবলাররা

ক্রীড়া ডেস্ক

আট ম্যাচ থেকে একটিও জয় নেই অন্যদিকে ৬ হারের সঙ্গে ২টি ড্র। তারপরেও বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বে প্রাপ্তি আছে বাংলাদেশের। বৃহস্পতিবার (১৭ জুন) ভোরে হাসিমুখে দেশে ফিরলেন জামাল-তপুরা। ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে ৩৫তম দল হিসেবে সরাসরি সুযোগ পাচ্ছেন জামাল ভূঁইয়ারা।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে যে টার্গেট ছিল তা পূরণ হওয়ায় খুশি কোচ জেমি ডে নিজেও। বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে কাতারে তিনটি ম্যাচ খেলেছে। আফগানিস্তানের বিরুদ্ধে ড্র ও ভারত এবং ওমানের বিরুদ্ধে হেরেছে। 

ব্রিটিশ কোচ জেমি ডে নিজেও ঢাকায় ফিরেছেন দলের সঙ্গে। তিনি সাধারণত দেশের বাইরে খেলা থাকলে সেখান থেকে লন্ডন চলে যান৷ এবার ঢাকায় ফিরলেও কিছুদিন থেকেই আবারও ছুটিতে লন্ডন যাওয়ার কথা রয়েছে তার। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে এশিয়া কাপ বাছাই শুরু হচ্ছে। এর আগে সাফ ছাড়া তেমন আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। ফেব্রুয়ারির বড় মঞ্চের প্রস্তুতির জন্য জামাল ভূইয়াদের ফিফা উইন্ডোর সদ্ব্যবহার করার পরিকল্পনা জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিলের, ‘আমরা পরবর্তী ফিফা উইন্ডোগুলোতে ম্যাচ খেলার ব্যাপারে গুরুত্বপূর্ণ দৃষ্টি রাখব।’

জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে জামালদের দায়িত্বে ৩ বছরের বেশি। জেমি ডে'র অধীনে বাংলাদেশের ফলাফল ও খেলার ছন্দ নিয়ে ফুটবলাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া। তবে জাতীয় দল কমিটির চেয়ারম্যানের আপাতত জেমির উপরই আস্থা রাখারই ইঙ্গিত, ‘এই মুহূর্তে কোচ পরিবর্তনের তেমন পরিকল্পনা নেই। আমরা সর্বশেষ কয়েকটি পারফরম্যান্স মুল্যান করে সিদ্ধান্ত নেব।’ 

দেশে ফিরে ফুটবলারদের নিজ নিজ ক্লাবে পাঠিয়েছে ফুটবল ফেডারেশন, আর সঙ্গে থাকতে হবে ৩ দিন করে কোয়ারেন্টিনে। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ যথাযথভাবে শেষ করে ফুটবলাররা নেমে পড়বেন ঘরোয়া আসরে। আগামী সপ্তাহে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। 

আহাদ/নির্জন
আর্কাইভ