• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার

প্রকাশিত: জুন ১৮, ২০২১, ০২:৩২ পিএম

ব্রাজিলের অলিম্পিক দলে নেই নেইমার

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিক গেমস শুরু হওয়ার খুব বেশি দিন বাকি নেই। যদিও করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তা রয়েই গেছে। তারপরও গেমস আয়োজনে প্রস্তুত আয়োজক। গেমসের অন্যতম ইভেন্ট ফুটবলে খেলতে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দানি আলভেজের হাতে নেতৃত্বভার তুলে দিলেও দলে নেই বিশ্বের অন্যতম সেরা তারকা নেইমার।

চলমান কোপা আমেরিকায় দুর্দান্ত শুরুর পর অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে ব্রাজিল। টানা দুটি ম্যাচ জয়ের অন্যতম নায়ক নেইমার। তবুও এই তারকার জায়গা হয়নি অলিম্পিক দলে। ঘরের মাঠে অনুষ্ঠিত গত আসরে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল নেইমারের। কিন্তু শিরোপা ধরে রাখার মিশনে তাকে দলে নেননি অলিম্পিক দলের কোচ আন্দ্রে জার্ডিন।

নিয়ম অনুযায়ী অলিম্পিক আসরে ফুটবল মূলত অনূর্ধ্ব-২৩ দলের হয়ে থাকে। তবে কোনো দল চাইলে ২৩ বছরের বেশি বয়স্ক ৩ জন ফুটবলারকে দলে নিতে পারে। সে হিসেবে খেলতে পারতেন ২৯ বছর বয়সী নেইমার। তবে কোচ তার পরিবর্তে বিবেচনা করেছেন অন্য তিনজনকে।

৩৮ বছর বয়সী দানি আলভেজকে করা হয়েছে দলীয় অধিনায়ক। রাখা হয়েছে ৩১ বছর বয়সী গোলকিপার সান্তোস ও সেভিয়ার ২৮ বছর বয়সী ডিফেন্ডার দিয়েগো কার্লোসকে।

টোকিও অলিম্পিকে ব্রাজিলের সূচি (গ্রুপ-ডি)-
২২ জুলাই : ব্রাজিল বনাম জার্মানি
২৫ জুলাই : ব্রাজিল বনাম আইভরি কোস্ট
২৮ জুলাই : ব্রাজিল বনাম সৌদি আরব

জেডআই/এএমকে
আর্কাইভ