• ঢাকা মঙ্গলবার
    ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

শেভচেঙ্কোদের হারিয়ে প্রথমবার নকআউটে অস্ট্রিয়া

প্রকাশিত: জুন ২২, ২০২১, ০৩:১৩ এএম

শেভচেঙ্কোদের হারিয়ে প্রথমবার নকআউটে অস্ট্রিয়া

প্রতীক ওমর

অস্ট্রিয়া এবং ইউক্রেনের মধ্যে সমীকরণটা পরিস্কার ছিল। বুখারেস্টে মুখোমুখি হওয়ার আগে দুই দলের মধ্যে যে জিতবে তারাই চলে যাবে পরের রাউন্ডে। সেই সমীকরণটাই মিলিয়েছে অস্ট্রিয়া। 'সি' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে ইউক্রেনকে ১-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোর শেষ ষোলোয় আন্দ্রেই শেভচেঙ্কোর শিষ্যরা।
তবে অস্ট্রিয়ার সামনে জয় নিয়ে পরের রাউন্ডে যাওয়ার যেমন সুযোগ ছিল, তেমনি সমান সুযোগ ছিল ইউক্রেনের সামনেও। কিন্তু শেষ হাসি হেসেছে অস্ট্রিয়া। দলটির মাঝমাঠ এবং আক্রমণভাগের সামনে কুলিয়ে উঠতে পারেনি ইউক্রেনের রক্ষণভাগ। 
ইউরো ২০২০-এর 'সি' গ্রুপ থেকে শেষ রাউন্ডের ম্যাচগুলো শেষে ইউক্রেনকে এখন অপেক্ষায় থাকতে হবে। ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার হিসেব নিকেশ করতে হবে শেভচেঙ্কোর শিষ্যদের। 
এদিন ম্যাচের ২১তম মিনিটেই ডেভিড আলাবার অ্যাসিস্ট থেকে ক্রিস্টফ বাউমগারত্নারের গোলে লিড নেয় অস্ট্রিয়া। কর্নার কিক থেকে উড়ে আস ডেভিড আলাবার ভাসানো বল জালে জড়ান বাউমগারত্নার। গোল খাওয়ার পর মরিয়া ইউক্রেন এর ১০ মিনিট পরই সমতায় ফেরার দারুণ এক সুযোগ পায়। তবে মিলানোভস্কির থ্রু বল ডি-বক্সের ভেতর পেয়ে শাম্পারেঙ্কোর শট নিলেও তা রুখে দেন ব্যাচম্যান।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে অস্ট্রিয়ার সামনে। তবে সাবিতজারের দুর্দান্ত এক থ্রু বলে বল পেয়েও বাজে ফিনিশিংয়ের কারণে হাতছাড়া করেন আরনাতোভিচ। এরপর আরও দুটো পরিস্কার গোলের সুযোগ নষ্ট করেন সাংহাই পোর্টে খেলা আরনাউতোভিচ। 
দ্বিতীয়ার্ধে খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শেভচেঙ্কোর শিষ্যরা। তবে কিছুতেই যেনো কাংক্ষিত গোলের দেখা পাচ্ছিল না। ম্যাচের ৫০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ৫টি শট নেয় ইউক্রেন যার মধ্যে মাত্র একটি ছিল লক্ষ্যে। অন্য দিকে অস্ট্রিয়া আক্রমণের দিক দিয়ে  ইউক্রেনের চেয়ে এগিয়ে ছিল বেশ। ১৮টি শটের ৪টিই ছিল লক্ষ্যে আর গোলের সুযোগ তৈরি করেছিল ১৫টি। সব মিলিয়ে আক্রমণের দিক দিয়ে ইউক্রেনকে বেশ পেছনেই ফেলেছিল অস্ট্রিয়া।
শেষ পর্যন্ত দুই দলের আর কেউই গোলের দেখা না পেলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রিয়া। 
৩ ম্যাচে পুর্ণ ৯ পয়েন্ট তুলে নিয়ে এই গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে নেদারল্যান্ডস।৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ ষোলোয় অস্ট্রিয়া। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় ইউক্রেন।
আহাদ/  


 

আর্কাইভ