• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হত্যার হুমকি পেলেন মোরাতা

প্রকাশিত: জুন ২৬, ২০২১, ০১:৩৯ পিএম

হত্যার হুমকি পেলেন মোরাতা

ক্রীড়া ডেস্ক

ইউরো কাপের চলতি আসরে ফেবারিট দল ছিল স্পেন। কিন্তু তারা গ্রুপপর্বের খেলায় বেশ হতাশই করেছে সমর্থকদের। এ পর্বের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল স্পেন। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জেরার্ড মোরেনো।

ওই পেনাল্টির পর ফাঁকায় দাঁড়িয়ে ফিরতি বল পেয়েছিলেন মোরাতা। কিন্তু সেটি বাইরে মেরে বসেন তিনি। পরে স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মোরাতা নিজেই মিস করেন পেনাল্টি। সেভিয়ার মাঠে হওয়া পোল্যান্ডের বিপক্ষে ম্যাচটির পর সমর্থকদের কাছ থেকে মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছে মোরাতা।

এমনকি রাস্তায় তার স্ত্রী-সন্তানদেরও বাজেভাবে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে। শুধু তাই নয়, গোল মিস করায় তার বাচ্চাদের মৃত্যুও কামনা করেছেন অনেকে। এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন মোরাতা। নিজের মোবাইল ফোনটিও দূরে রাখেন বলে জানিয়েছেন তিনি। 

স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। 

তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি যে, গোল করতে না পারায় মানুষ সমালোচনা করবেই। তবে আমি আশা করব, তারা নিজেদেরকে আমার জায়গায় বসিয়ে চিন্তা করুক। ভাবুক, পরিবার নিয়ে হুমকি এলে কেমন লাগে।’

টিআর/এএমকে
আর্কাইভ