• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ড্রেসিংরুমের পরিবেশে নিয়ে খুশি হৃদয়

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০২:১৭ এএম

ড্রেসিংরুমের পরিবেশে নিয়ে খুশি হৃদয়

ক্রীড়া ডেস্ক

সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তাওহিদ হৃদয়। দুই ফরম্যাটের সিরিজেই দলের সেরা ব্যাটারদের একজন ছিলেন তিনি। আর শেষ টি-টোয়েন্টিতে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কারও। সামনে থেকে পারফর্ম করে দলকে জেতানোর অনুভূতিটা হৃদয়ের কাছে বিশেষ। 

আজ এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘ব্যাটার হিসেবে আমার দায়িত্ব হলো দলের জন্য অবদান রাখা। আর নিজের অবদানে যদি দল জেতে, তাহলে আমার মনে হয় সব ক্রিকেটারেরই অনেক ভালো লাগে। বিশেষ করে যখন ম্যাচ জিতিয়ে আসবেন, ম্যাচ-সেরা হবেন তখন একটা আলাদা অনুভূতি কাজ করে।’ 

খুব বেশি দিন হয়নি আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন হৃদয়। জাতীয় দলের ড্রেসিংরুম শেয়ার করছেন মাত্র কয়েক মাস ধরে। তবে এই সময়ে অভিজ্ঞদের কাছ থেকে সে ভালোবাসা পেয়েছেন তাতে তৃপ্ত এই ব্যাটার। এমনকি ড্রেসিং রুমের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন হৃদয়।

তিনি বলেন, ‍‍`দলের পরিবেশ অনেক ভালো। সবার সঙ্গে সবার বন্ধনটা ভালো। সবাই সবার পাশে থাকে। আর সবচেয়ে মূল বিষয় যেটা আমি অনুভব করি, সবাই সবাইকে পুশ করে। ব্যাটিং-বোলিংয়ের জন্য যার যে ঘাটতি আছে, যার যে জিনিসটা করা দরকার, আমরা সবাই সবাইকে পুশ করি। আমি মনে করি, এই জিনিসটা একটা দলের ওপর অনেক প্রভাব ফেলে। এই জিনিসগুলোই সামনে আমাদের আরও ভালো করতে সাহায্য করবে।‍‍`

 

বিএস/

আর্কাইভ