• ঢাকা শুক্রবার
    ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হিথ স্ট্রিক বললেন, ‍‍`মরি নাই‍‍`

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৩, ০৬:৪৯ পিএম

হিথ স্ট্রিক বললেন, ‍‍`মরি নাই‍‍`

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বোলিং কোচ এবং জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক বেঁচে আছেন। তার মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ সময় বুধবার (২৩ আগস্ট) ভোরে হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। হিথ স্ট্রিকের জাতীয় দলের সতীর্থ হেনরি ওলোঙ্গা এক টুইট বার্তায় জানান, মারা গেছেন হিথ স্ট্রিক।

তবে মৃত্যুর খবর ছড়ানোর কয়েক ঘণ্টা পর হেনরি ওলোঙ্গা নিজেই আবার জানান, মারা যাননি জিম্বাবুয়ের সাবেক এ অধিনায়ক।

Image

হিথ স্ট্রিকের মৃত্যুর খবর শোনার পরই ক্রিকেট দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। ক্রিকেট বিশ্বের সাবেক ক্রিকেটাররা শোকাহত হয়ে স্ট্রিককে নিয়ে বার্তা দিতে থাকেন। সমবেদনা জানাতে থাকেন তার পরিবারকে।

 

হিথ স্ট্রিকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়্যাটসঅ্যাপের কথোপকথনের স্ক্রিনশট পোস্ট করেছেন ওলোঙ্গা। যেখানে মজার ছলে হিথ লিখেছেন, ‍‍`নিঃসন্দেহে বেঁচে রয়েছি। অবিলম্বে এই রান আউট ফিরিয়ে নাও বন্ধু।‍‍` পরে তার মেয়েও বেঁচে থাকার খবর নিশ্চিত করেছেন।

এরই মধ্যে পুরনো টুইট মুছে ফেলেছেন হেনরি ওলোঙ্গা। আর নতুন টুইটও বারবার এডিট করেছেন সাবেক এই জিম্বাবুয়ের ক্রিকেটার। এরই মধ্যে জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডও হিথ স্ট্রিকের মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে। 

 

সিটি নিউজ ঢাকার ভিডিও দেখতে ক্লিক করুন

 

জেকেএস/

আর্কাইভ