• ঢাকা সোমবার
    ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

দেশে ফিরেছেন মেসিরা

প্রকাশিত: জুলাই ১২, ২০২১, ০৭:১৮ এএম

দেশে ফিরেছেন মেসিরা

ক্রীড়া ডেস্ক

কোপা আমেরিকা শিরোপা জয়ের পর ট্রফি নিয়ে নিজ দেশে ফিরেছেনে লিওনেল মেসিরা। বুয়েন্স আয়ার্সে আলবিসেলেস্তে সমর্থকরা এদিন উষ্ণ অভ্যর্থনা জানান আর্জেন্টিনা দলকে। আতশবাজি আর ফুলের শুভেচ্ছায় সিক্ত হন ডি মারিয়ারা।

দীর্ঘ ২৮ বছরের অপেক্ষা এখন শুধুই অতীত। একটা শিরোপার জয়ের অভাব ছিল আর্জেন্টিনার, তা এবার পূর্ণ হয়েছে। আর তাই প্রিয় দলটাকে সমর্থকদের এমন অভ্যর্থনা।
ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয়ের পর মেসির নামের পাশে যুক্ত হয়েছে নতুন এক অর্জন। যে অর্জন তার ক্যারিয়ারকে করেছে সমৃদ্ধ। আর এসব আনন্দই এবার মারাকানা ছাড়িয়ে নিজ দেশের সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করে নিল পুরো আর্জেন্টিনা দল। নিজ দেশে ট্রফি নিয়ে ফিরলেন লিওনেল মেসিরা।
বুয়েন্স আয়ার্সের এজেইজা শহরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারের সামনে এদিন প্রিয় দলকে স্বাগত জানাতে ভীড় করে হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক।

টিম বাসে করে মেসি, ডি মারিয়ারা হেডকোয়ার্টারে পৌঁছানোর পর ভক্তদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন। পরে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন সমর্থকরা। আর তাতে নতুন মাত্রা যোগ হয় আতশবাজির ঝলকানি।

ফাইনালে একের পর এক ব্যর্থতার পর অবশেষে হাসি ফুটল লিওনেল মেসির মুখে। জাতীয় দলের হয়েও আরাধ্য শিরোপার স্বাদ পান আর্জেন্টাইন এই কিংবদন্তি। দারুণ এই জয়ের পর এবার আরও একটি ব্যালন ডি'অর জয়ের স্বপ্ন দেখছেন মেসি।

২০১৪ ফিফা বিশ্বকাপের দৃশ্যটা হৃদয়ে শেল হয়ে বেঁধে এখনও। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফিটার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন লিও। হাতে থাকা টুর্নামেন্ট সেরার ট্রফিও কি অবাঞ্ছিত, অনুজ্জ্বল লাগছিল সেদিন।
যে কোপার মঞ্চে দাঁড়িয়ে মন খুলে হাসছেন, আবেগাপ্লুত হয়ে কাঁদছেন অঝোরে, সেখানেও যে ট্র্যাজেডি আছে আর্জেন্টাইন তারকার। ২০১৫'র ফাইনালে হেরেছিলেন চিলির কাছে। ২০১৬'তেও শাপ মোচন হয়নি। বরং হয়েছে আরও বড় বেদনার গল্প রচনা। কত রাত টাইব্রেকারে মিসের ছবিটা স্মৃতিপটে ভেসে উঠেছে, ডুকরে কেঁদে উঠেছে মন।
হারের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে অবসর ভেঙে আবারও ফিরেছিলেন মসনদ দখলের তাড়নায়। মেজর ট্রফি জয়ের সে বাসনা পূরণ  হলো মারাকানায়। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ভূমিতেই ব্রাজিলকে হারিয়ে।

ইফাত
আর্কাইভ