• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অলিম্পিক উদ্বোধনীর আগের দিন অনুষ্ঠান প্রধান বরখাস্ত

প্রকাশিত: জুলাই ২২, ২০২১, ০৯:৫৮ পিএম

অলিম্পিক উদ্বোধনীর আগের দিন অনুষ্ঠান প্রধান বরখাস্ত

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিক-২০২০' উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান কেন্টারো কোবায়াসিকে বরখাস্ত করা হয়েছে। বেশ পুরনো একটি কৌতুক চিত্রনাট্যর জন্য বরখাস্ত করা হয়েছে কেন্টারোকে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে পুরনো ওই ভিডিওটি সামনে চলে আসে।

টোকিও অলিম্পিক-২০২০শুরু হতে হচ্ছে শুক্রবার (২৩ জুলাই) আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (২২ জুলাই) তাকে বরখাস্ত করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

টোকিও অলিম্পিকের প্রধান সেইকো হাসিমতো বলেন, 'একটি পুরনো ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে একটি দুঃখজনক ঘটনা নিয়ে মজা করছেন কেন্টারো। এরপরেই তাকে বরখাস্ত করা হয়।'

ভিডিওতে দেখা যায়, কাগজের পুতুল নিয়ে কেন্টারো বলছেন, 'মনে করুন এরা হত্যাকাণ্ডের সময়ের।' এরপরেই কেন্টারো এবং তার সঙ্গী ব্যঙ্গ করেন হত্যাকাণ্ডকে বিষয় হিসেবে তুলে ধরার জন্য এক টেলিভিশন প্রযোজক কীভাবে রেগে গিয়েছিলেন। এই ঘটনা জাপানের অনেককেই অবাক করেছিল।

ভিডিওটি ১৯৯৮ সালের বলে দাবি করা হয়েছে। যেখানে দেখা যায়, হত্যাকাণ্ড নিয়ে মজা করছেন কেন্টারো। যার ফলশ্রুতিতেই নতুন করে সমালোচনার মুখে পড়েন তিনি।

এতদিন পর সেই ভিডিও সামনে চলে আসায় বিব্রত কেন্টারোও। বরখাস্ত হওয়ার পর তিনি ক্ষমা চেয়ে বলেন, '১৯৯৮ সালের একটি ভিডিওতে আমি যে চিত্রনাট্য লিখেছিলাম, তা ভুল ছিল। সেই সময় ভুলভাবে মানুষকে হাসানোর চেষ্টা করেছিলাম।'

সম্রাট/নির্জন

আর্কাইভ