• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অলিম্পিকে যেসব ইভেন্ট রয়েছে আজ

প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১০:৪৯ এএম

অলিম্পিকে যেসব ইভেন্ট রয়েছে আজ

ক্রীড়া ডেস্ক

আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক। বাংলাদেশ সময় বিকেল ৫টায় টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অথচ বুধবার (২১ জুলাই) বিভিন্ন ইভেন্টের খেলা শুরু হয়েছে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় অনুষ্ঠিত হয়েছে আরচার নারী এককের র‌্যাংকিং রাউন্ড খেলা। সেখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশি অ্যাথলেট দিয়া সিদ্দিকী। ৭২০ পয়েন্টের মধ্যে ৬৩৫ পয়েন্ট অর্জন করে ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি হয়েছেন ৩৬তম।

বাংলাদেশ সময় ১০টায় আরচার পুরুষ এককের র‌্যাংকিং রাউন্ড খেলা অনুষ্ঠিত হবে। সেখানে অংশগ্রহণ করবেন আরেক বাংলাদেশি রোমান সানা।

শুক্রবার অলিম্পিকের যেসব ইভেন্টের খেলা রয়েছে বাংলাদেশ সময় অনুযায়ী তা নিচে দেয়া হলো -

আরচারি (নারী একক) - ভোর ৬টা
আরচারি (পুরুষ একক) - সকাল ১০টা
একুয়েস্ট্রিয়ান - সকাল ৬.৩০ মিনিট
রোয়িং - ভোর ৫.৩০ থেকে সকাল ৯.১০
শ্যুটিং - ভোর ৫.৩০ ও সকাল ৭.০০টা (প্রি ইভেন্ট ট্রেনিং)

ইফাত/নির্জন
আর্কাইভ