• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রথমবার অলিম্পিকে এসেই ইয়াংয়ের রেকর্ড

প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ১২:১৩ পিএম

প্রথমবার অলিম্পিকে এসেই ইয়াংয়ের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো অলিম্পিকে এসেই রেকর্ড গড়লেন ২১ বছর বয়সী চীনা শ্যুটার ইয়াং কিয়ান। টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ তার দখলে। শনিবার (২৪ জুলাই) সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছেন তিনি।

যেখানে তার স্কোর ছিল ২৫১.৮ । যা এখন অলিম্পিকের ফাইনালে সর্বোচ্চ স্কোরের রেকর্ড। একটু এদিক-সেদিক হলেই রেকর্ডটা হয়ে যেতে পারত রাশান আনাস্তাসিয়া গালাশিনারও। ২৫১.১ স্কোর করে দ্বিতীয় হয়েছেন তিনি, জিতেছেন রৌপ্যপদক। 

শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষ শট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বিজয়ীর জন্য। সেখানে ৯.৮ স্কোর করে বাজিমাত করেন চীনা তরুণী ইয়াং। অথচ প্রতিযোগিতার বাছাইপর্বে ইয়াং হয়েছিলেন চতুর্থ, আর রানারআপ হওয়া গালাশিনার অবস্থান ছিল অষ্টম। 

এই ইভেন্টের ব্রোঞ্জপদক গেছে সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেনের দখলে। তার পয়েন্ট ছিল ২৩০.৬।

শুক্রবার বিকেল পাঁচটায় জাপানের টোকিওতে বর্ণিল আলোকসজ্জা ও নানা সংস্কৃতি ফুটিয়ে তোলার মধ্য দিয়ে পর্দা ওঠে টোকিও অলিম্পিকের। দর্শকহীন গ্যালারির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চলে উদ্বোধনী কর্মযজ্ঞ। 

যার বেশিরভাগ পারফরমেন্সই হয়েছে ভার্চুয়ালি। বিভিন্ন দেশের কর্মকর্তা, আয়োজক কমিটি ও ভিআইপি মিলিয়ে মাত্র ৯৫০ জন দর্শকেরই সুযোগ মিলেছে স্টেডিয়ামে বসে উদ্বোধনী অনুষ্ঠান দেখার। 

এবারের আসরে ৫০টি ডিসিপ্লিনে লড়ছেন ২০৬টি দেশের প্রায় সাড়ে ১১ হাজার ক্রীড়াবিদ। ৩৩৯টি স্বর্ণ পদকের জন্য লড়ছেন প্রতিযোগীরা।

টিআর/এএমকে
আর্কাইভ