• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ইতিহাস গড়ে ভারতের নারী হকি দল সেমিতে

প্রকাশিত: আগস্ট ২, ২০২১, ০৪:০০ পিএম

ইতিহাস গড়ে ভারতের নারী হকি দল সেমিতে

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ে ভারতের নারী হকি দল অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছেছে। ইতিহাসই তো! পাঁচ ম্যাচের প্রথম তিন ম্যাচে হার। তার মধ্যে দুটি ম্যাচে বড় ব্যবধানে। ফলে সেমিফাইনাল তো দূরের কথা কেউ হয়তো দ্বিতীয় রাউন্ডেরও আশা করতে পারেননি। কিন্তু অসাধ্য সাধন করেছে রানি রামপালের দল। পরের দুটি ম্যাচে জিতে পুরুষদের মতোই এবারের অলিম্পিক হকির শেষ চারে ভারতের নারী হকি দল।

রানিদের প্রথম ম্যাচ ছিল নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত হারে - ব্যবধানে। পরের ম্যাচে জার্মানির কাছে - ব্যবধানে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আবার বড় হার। গ্রেট ব্রিটেনের কাছে - ব্যবধানে হারে তারা। এর পরেই ঘুরে দাঁড়ায় ভারত। গ্রুপের শেষ দুটি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডের টিকিট পায় ভারত।

প্রথমে আয়ারল্যান্ডের বিপক্ষে - গোলে জয়ের পর গ্রুপের শেষ ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দক্ষিণ আফ্রিকাকে - গোলে হারায় তারা।

এর পরেও ভারতকে গ্রুপের অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হয়। শেষ পর্যন্ত পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে ভারত।

সোমবার সকালে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে - ব্যবধানে হারিয়ে শেষ চারে ওঠে ইতিহাস তৈরি করে ভারতের নারী হকি দল।

শামীম/এএমকে

আর্কাইভ