• ঢাকা রবিবার
    ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হকির সেমিতে বেলজিয়ামের কাছে হেরে ভারতের স্বপ্ন ভঙ্গ

প্রকাশিত: আগস্ট ৩, ২০২১, ০৪:৪৮ পিএম

হকির সেমিতে বেলজিয়ামের কাছে হেরে ভারতের স্বপ্ন ভঙ্গ

ক্রীড়া ডেস্ক

অলিম্পিক হকিতে সবচেয়ে বেশি সাফল্য পাওয়া দেশটির নাম ভারত। সবচেয়ে বেশি আটবার স্বর্ণ জিতেছে তারা। ১৯৮০ সালে সর্বশেষ সোনা জয়ের পর একবারও দেশটি শেষ চারেও উঠতে পারেনি। দীর্ঘদিনের ব্যর্থতা ঝেড়ে ফেলে টোকিও অলিম্পিকে তারা সাফল্যের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনায় আবার নীল হতে হয়েছে ভারতীয়দের। সেমিফাইনালে বর্তমান রানার্স আপ বেলজিয়ামের কাছে ২-৫ গোলে বিধ্বস্ত হয়ে তাদের স্বর্ণ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফাইনালে উঠেছে বেলজিয়াম।

কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে স্বপ্নকে আরও উজ্জ্বল করেছিল ভারত। তবে প্রতিপক্ষ হিসেবে বেলজিয়াম ছিল শক্ত প্রতিপক্ষ। তা সত্ত্বেও ম্যাচের মাত্র আট মিনিটের মধ্যে ২-১ গোলে এগিয়ে গিয়ে ফাইনালে খেলার স্বপ্নকে এগিয়ে নিয়েছিল ভারত। কিন্তু বেলজিয়ামের হেনড্রিকসের অসাধারণ পারফরম্যান্স ভারতের সব স্বপ্ন চুরমার করে দেয়।

হেনড্রিকস ১৯ মিনিটে গোল করে সমতা ফিরিয়ে এনে থেমে থাকেননি, হ্যাটট্রিক করেছেন। ৪৯ ও ৫৩ মিনিটে অন্য গোল দুটি করেন তিনি। এর আগে ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে বেলজিয়ামের হয়ে গোলের খাতা খুলেছিলেন লুয়াপায়ের্ট। আর ভারতের হয়ে সপ্তম ও অষ্টম মিনিটে গোল করেন হারমানপ্রিত ও মানদ্বীপ।

ম্যাচের ৬০ মিনিটে ডোহমেন বেলজিয়ামের হয়ে পঞ্চম ও শেষ গোলটি করেন। 

ফাইনালে উঠতে না পারলেও এবার মন জয় করেছে ভারতীয় হকি খেলোয়াড়রা।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তাদের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘জিত ও হার জীবনের অঙ্গ। টোকিও অলিম্পিকে আমাদের ছেলেদের হকি দল নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে এবং সেটাই বড় বিষয়। পরের ম্যাচ ও ভবিষ্যতের যাত্রাপথের জন্য শুভেচ্ছা থাকল। ভারত তার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’

শামীম/নির্জন
আর্কাইভ