
প্রকাশিত: জুন ১০, ২০২৩, ০৮:১৫ পিএম
ফেসবুক, ইউটিউবের মতো এবার কনটেন্ট ক্রিয়েটরদেরও টাকা দেবে টুইটার। প্রথম ধাপে টুইটারের কনটেট ক্রিয়েটরদের পাঁচ মিলিয়ন ডলার দেয়া হবে। শুক্রবার (৯ জুন) টুইটারের মালিক ইলন মাস্ক এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
মাস্ক বলেন, কনটেন্ট ক্রিয়েটরদের টাকা দেয়া হবে। তবে অবশ্যই ক্রিয়েটরের অ্যাকাউন্টকে ভেরিফায়েড হতে হবে। শুধু ভেরিফায়েড অ্যাকাউন্টকে বিজ্ঞাপন দেয়া হবে।
গত বছরের অক্টোবরে বিশ্বের শীর্ষ ধনী এবং টেসলার সিইও ইলন মাস্ক টুইটার কিনে নেন। মালিকানায় আসার পর তিনি কোম্পানিটির বহু কর্মী ছাঁটাই করেন। এরপর থেকেই বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতে বেশ বেগ পেতে হচ্ছে টুইটারকে।
গত ১২ মে টুইটারের নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেন ইলন মাস্ক। লিন্ডার টুইটারে যোগদানের পরপরই এই ঘোষণা দেন মাস্ক। জানা গেছে, লিন্ডা এনবিসি ইউনিভার্সালের একজন বিজ্ঞাপনী অভিজ্ঞ। আর তিনিই এখন টুইটারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবেন।
গত মার্চে মাস্ক বলেছিলেন, টুইটার কোনো কনটেন্টে ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখিয়ে ঘণ্টায় ৫ থেকে ৬ সেন্ট পেয়ে থাকে। এই আয় ১৫ সেন্ট পর্যন্ত সম্ভব বলে জানান তিনি।
এডিএস/