• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুক স্বাতী কথা

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩, ০৭:০০ পিএম

শুক স্বাতী কথা

রব গর্গ

শুক্র গ্রহ প্রেমের প্রভাবে ঝুঁকে আছে কক্ষ-পথে।
আকাশ-গঙ্গা থেকে ছিটকে আসতে চায়,
তোমার অনাঘ্রাত যৌবনের আকাঙ্ক্ষায়।

রোজ ভোরে সেই সংকেত পাঠায়...
তোমার শরীরের বাঁকে নিজেকে হারাবে বলে!

শুক্র-ভারে অবনত শুক তারা...... 
তোমার মধ্যেই লীন হতে চায়।

সংক্রান্তির ভোরে মানস সরোবরে নেয়ে,
স্বাতী নক্ষত্রের কাছে প্রেমের প্রস্তাব পাঠায়...

মহা-জাগতিক প্রেম তো অনেক হলো স্বাতী,
প্রিয়া আমার...
এবার সাড়া দাও জাগতিক প্রেমের ইশারায়।
 

আর্কাইভ