প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৩:৩১ পিএম
তারেক রহমানের নেতৃত্বে সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলানগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনাকে ঐতিহাসিক আখ্যা দেন। বাংলাদেশের ইতিহাসে এমন সংবর্ধনা এর আগে কেউ পাননি বলেও তিনি মন্তব্য করেন।
দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে সপরিবার ঢাকায় পৌঁছান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় সংবর্ধনায় যোগ দেন তিনি। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখে ফেরেন গুলশানের বাসায়।