• ঢাকা মঙ্গলবার
    ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সিআইডি কার্যালয়ে দারাজের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০৮:৩৯ এএম

সিআইডি কার্যালয়ে দারাজের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ই-কমার্স প্রতিষ্ঠান দারাজের দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে নভেম্বরের ১১ তারিখে বিশেষ ছাড়ের ‘১১/১১ ক্যাম্পেইন পরিচালনা করায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

মঙ্গলবার (১৬ নভেম্বর) মালিবাগ সিআইডি কার্যালয়ে তাদের প্রায় দুই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ’দারাজের হেড অব কমার্শিয়াল কামরুল ইসলাম ও শামসুল ইসলাম মাসুদকে সিআইডি কার্যালয়ে আসতে বলা হয়েছিল। এ সময় তাদের কাছে কিছু তথ্য ও দলিলাদি চাওয়া হয়। এই দুই কর্মকর্তাকে আবারও সিআইডিতে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

সিআইডি জানায়, প্রায় ৯ হাজার কোটি টাকার অবৈধ ভার্চুয়াল পণ্য বিক্রির অভিযোগে তাদের ডাকা হয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে ‘১১/১১ ক্যাম্পেইন পরিচালনা করে দারাজ। এছাড়াও দীর্ঘদিন তাদের বিরুদ্ধে অনুমোদনহীন অবৈধ পণ্য বিক্রির ছায়া তদন্ত করছে সিআইডি।

 

ইফাত

আর্কাইভ