• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া ও ময়লা নোট নেয়ার নির্দেশ

প্রকাশিত: জুন ২১, ২০২৩, ০৭:২৬ পিএম

ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া ও ময়লা নোট নেয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের সব তফসিলি ব্যাংকের প্রত্যেক শাখাকে ছেঁড়া, ফাটা ও ময়লা নোট নেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ জুন) বাংলাদেশ ব্যাংকে ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ২০১৩ সালে ছেঁড়া ও ফাটা নোট গ্রহণ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছিল। সেই পরিপত্রের পরিশিষ্ট- ‘ক’ এর ১ নম্বর অনুচ্ছেদে ব্যাংকের প্রত্যেক শাখায় জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন জায়গায় ‘ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন নোটিশ প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।


কিন্তু বিভিন্ন সময়ে পরিচালিত কেন্দ্রীয় ব্যাংকের আকস্মিক পরিদর্শন এবং গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে দেখা গেছে, অধিকাংশ শাখা এই নির্দেশনা মানছে না। যার কারণে জনসাধারণ তফসিলি ব্যাংকের শাখাগুলো থেকে ছেঁড়া, ফাটা ও ময়লা নোট বিনিময় সংক্রান্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
 
এ জন্য ব্যাংকের সব শাখায় ছেঁড়া, ফাটা ও ময়লা নোট সংক্রান্ত সেবা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক আবারও নির্দেশনা দিয়েছে।

এ ছাড়া ব্যাংকের প্রতিটি শাখায় ‘আবশ্যিকভাবে’ কাউন্টারের সামনে বা জনসাধারণের সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে ২০ ফন্টে রঙিন কালিতে লিখিত ‘ছেঁড়া, ফাটা ও ময়লা নোট গ্রহণ করা হয়’ এমন নোটিশ প্রদর্শন করতে হবে বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


এডিএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ