• ঢাকা শনিবার
    ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

প্রকাশিত: জুন ২২, ২০২৩, ১০:১৫ পিএম

রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। বুধবার (২১ জুন) রিজার্ভ ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে, যা আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রেমিট্যান্সপ্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুনের প্রথম ২০ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসির (ঋণপত্র) অর্থ প্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়।

 


এদিকে সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা এসিইউ-কে ১ দশমিক ১ বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করার পর ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে।

পরে ১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র এক দিন আগে ছিল ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার।

তারপর ২৫ মে থেকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, রিজার্ভ আবার ২৯ দশমিক ৯৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।


এডিএস/

অর্থ ও বাণিজ্য সম্পর্কিত আরও

আর্কাইভ