• ঢাকা বুধবার
    ২২ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

বিজিএমইএর এজিএম ৮ আগস্ট

প্রকাশিত: জুলাই ২০, ২০২৩, ০৫:৫২ পিএম

বিজিএমইএর এজিএম ৮ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের তৈরি পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২টায় বিজিএমইএ কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হবে।

বিষয়টি সিটি নিউজ ঢাকাকে নিশ্চিত করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ৮ আগস্ট বিজিএমইএর এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য সব সদস্যকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এমনকি পত্রিকায় খবর বিজ্ঞাপনও দেওয়া হয়েছে।

দেশের তৈরি পোশাকদের উদ্যোক্তারা মিলে ১৯৮৩ সালে বিজিএমইএ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি ফারুক হাসান। তার আগে সভাপতি ছিলেন রুবানা হক।

বিজিএমইএর তিন হাজারের বেশি সদস্য রয়েছে। এর মধ্যে সক্রিয় রয়েছেন দুই হাজার বেশি সদস্য। 

রপ্তানি পরিসংখ্যান ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি বছর পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ দশমিক ৮০ বি‌লিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪১ শতাংশ বেশি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।

 

বিএস/

আর্কাইভ