 
              প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ১০:৫১ পিএম
 
                 
                            
              লোকবল নিয়োগে আইএফআইসি ব্যাংক লিমিটেড বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি ও পদসংখ্যা: অনির্ধারিত।
আবেদন করার যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- অন্তত ৩টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
                      
বেতন ও সুযোগ সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬২,৪০০ টাকা দেয়া হবে। এরসঙ্গে অন্যান্য সুযোগ–সুবিধা আছে দেয়া হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৮৪,২৫৮ টাকা এবং এরসঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
আবেদন যেভাবে করতে হবে : আগ্রহী প্রার্থীদের ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় আগামী ২৫ জুন ২০২৩।
এডিএস/
 
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
      