• ঢাকা বৃহস্পতিবার
    ১৮ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২

নাটোরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০৯:৪১ পিএম

নাটোরে একসঙ্গে ৩ শিশুর জন্ম

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে একসঙ্গে তিন শিশুর জন্ম দিয়েছেন রেখা খাতুন (২৩) নামে এক নারী। শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরে মুক্তার জেনারেল হাসপাতালে এই তিন যমজ শিশুর জন্ম হয়। ওই নারী উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।

নবাগত শিশুর বাবা সাগর ইসলাম বলেন, ‘দুই পুত্রসন্তান এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় আমি খুবই খুশি। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। আমি একজন কৃষক আর কৃষি কাজ করে সংসার চালাই আমার আর্থিক অবস্থা ভালো না।‘

বিষয়ে মুক্তার জেনারেল হাসপাতালের ডাক্তার আনোয়ার হোসেন জানান, অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম গ্রহণ করেছে। মা শিশুরা সবাই সুস্থ আছেন।

নূর/এম. জামান

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ