• ঢাকা সোমবার
    ২০ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
এনসিপিকে গোলাম পরওয়ার

জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ১০:৫১ পিএম

জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না

সাতক্ষীরা প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামায়াতে ইসলামীর সাথে পাল্লা দিতে চায়—তাদের বলি, জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। রাজনীতিতে বড় হতে হলে অনেক পথ পাড়ি দিতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয়।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা ফুটবল মাঠে জামায়াতে ইসলামীর তালা উপজেলা শাখা আয়োজিত ছাত্র-যুব মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে— আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি বা দেশ গঠনে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামায়াতে ইসলামের সঙ্গে পাল্লা দিতে গেলে আরও বহুদূর যেতে হবে। আমরা নতুন সংবিধান প্রণয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। ঐক্যবদ্ধ কমিশনের ৩৭টি কমিশনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছি।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, একজন বিএনপি নেতা বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে জামায়াতকেও নিষিদ্ধ করবে। চিন্তা করেন, বিএনপি যদি এমন কথা বলে, তাহলে তো আওয়ামী লীগের কণ্ঠে তাদের সুর শুনতে পাচ্ছি। বিএনপির কণ্ঠে এখন ফ্যাসিবাদের সুর শোনা যায়।

গোলাম পরওয়ার উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তালা-কলারোয়ার মানুষকে শান্ত থাকতে হবে। কেউ গণ্ডগোল সৃষ্টি করতে চাইবে, পোস্টার ছিঁড়বে, হামলা করবে—তবুও আমাদের নবীর উম্মতের মতো ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বিনিময়ে বিজয় আসবেই।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা তো আমাদের দোস্ত—২০ বছরের সংসার ছিল আমাদের। রাজনীতিতে সুসম্পর্ক থাকা দরকার। কিন্তু কাল রাতে আমাদের মিটিংয়ের ব্যানারের মধ্যে নতুন ব্যানার লাগানো—এটা কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ নয়।

নতুন প্রজন্মের রাজনীতি নিয়ে গোলাম পরওয়ার বলেন, তোমরা যারা নতুন ছাত্র রাজনীতিতে এসেছো, তোমাদের জন্য দোয়া করি। তোমরা ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছো—এটা প্রশংসনীয়। কিন্তু বড়দের মতো রাজনৈতিক ভাষায় কথা বলো, অশালীন ভাষা ব্যবহার করে রাজনীতি হয় না।

সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, নুরুল ইসলাম সাদ্দাম, মুহাদ্দিস আব্দুল খালেক, উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও ডা. শেখ মাহমুদুল হক। সভাপতিত্ব করেন তালা উপজেলা আমীর মাওলানা মো. মফিদুল্লাহ।

রাজনীতি সম্পর্কিত আরও

আর্কাইভ