ঝিনাইদহ প্রতিনিধি
                                  
              ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডের দুধসরা গ্রামের একই পরিবারের ৪ সদস্য হিন্দু ধর্ম ত্যাগ করে  ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
বুধবার (২০ এপ্রিল) ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এভিডেভিটের মাধ্যমে তাদের নাম পরিবর্তন করা হয়। তারা হলেন- সুফল বিশ্বাস ওরফে আব্দুর রহমান, সুফলের স্ত্রী সাথী বিশ্বাস ওরফে মোছাঃ খাদিজা বেগম।
ধর্ম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়াজ শুনে ও ইসলামিক বই পড়ে স্ত্রী-সন্তানদের নিয়ে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ২৫ মার্চ বলুহর বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব আনম মাকছুদুর রহমানের কাছে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছায় কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করি। পরে ঝিনাইদহ জজ কোর্টে উপস্থিত হয়ে এভিডেভিট সম্পন্ন করেছি। 
আমার মেয়ে সস্তিকা বিশ্বাস (১৩) নামের পরিবর্তে ইসলামী নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদাউস। ছেলে সার্থক বিশ্বাস (৭) এর ইসলামী নাম মোঃ আব্দুল্লাহ রেখেছি। আমরা সকলেই রোজা রেখেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। ইসলামী আদর্শ নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে তিনি সবার দোয়া চেয়েছেন।                   
সাজেদ/
									
                                  
                                
                  
                    
                  
                    
                      ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন