• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

যুবকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ০৬:৪৯ পিএম

যুবকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

দেশজুড়ে ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোজাম্মেল হক (৩০) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মোজাম্মেল হকের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলা পাকুড়তলা গ্রামে। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের প্রধানপাড়ায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন জানান, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধানপাড়ায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা করতেন। ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে রাতে যাত্রীবেশী ছিনতাইকারী দল তার গলায় ধারালো অস্ত্রের আঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ছাড়া জড়িতদের শনাক্তসহ তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এফএ
আর্কাইভ