• ঢাকা রবিবার
    ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মানিকগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

প্রকাশিত: মে ৩, ২০২২, ০৮:৫৬ পিএম

মানিকগঞ্জে দুই মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সদর উপজেলার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মহিদুর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (৩ মে) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মহিদুর সদর উপজেলার সুরুন্ডি গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তিনি সিংগাপুর প্রবাসী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের বন্ধু লাবু বেপারি জানান, মহিদুর তার ছোট ভাইয়ের বৌকে নিয়ে ঘুরতে বের হয়। ঘুরে বাড়ি ফেরার পথে অন্য একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে গুরুতর আহত হয় মহিদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকায় যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

এসএ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ